জাতীয়

এ বছর দেশে বিচার-বহির্ভূত হত্যাকান্ড ঘটেছে ৪৩৭ টিঃ আসক

এই বছর(২০১৮) এ পর্যন্ত দেশে ৪৩৭ টি বিচার-বহির্ভূত হত্যাকান্ডের ঘটনা নথিভুক্ত করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র(আসক)। গতকাল ২০ নভেম্বর রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২৬ জনকে গুম করা হয়েছে জানা ও গত মে থেকে অক্টোবর পর্যন্ত মাদকবিরোধী অভিযানের নামে ২৭৬ জনকে হত্যা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংগঠনটি আরও জানায় যে, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ৩০০ বেশি ঘটনার অনুসন্ধানের বিষয়ে জানতে চাওয়া হলে স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পায়নি জাতীয় মানবাধিকার কমিশন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

Back to top button