শিল্প ও সংস্কৃতি

এ্যাডভোকেট রানা দাশগুপ্তের মা কৃষ্ণা দাশগুপ্তা আর নেই

এ্যাডভোকেট রানা দাশগুপ্তের মা কৃষ্ণা দাশগুপ্তা আর নেই। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষেদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যলের প্রসিকিউটর এ্যাডভোকেট রানা দাশগুপ্তের মা বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সঙ্গীত শিক্ষক , সমাজসেবী কৃষ্ণা দাশগুপ্তা আর নেই। সোমবার রাত (১৩ মার্চ ’২০১৭)আনুমানিক সাড়ে ৮ টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নি:শাবাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। সোমবার রাতে এ্যাডভোকেট রানাদাশগুপ্ত জানিয়েছেন, দীর্ঘদিন নানা রোগে এবং বার্ধক্যজনিত রোগ ভোগের পর ১৩ মার্চ সোমবার রাতে শেষনি:শ্বাস ত্যাগ করেন। প্রয়াত কৃষ্ণা দাশগুপ্তা চট্টগ্রামের সঙ্গীত পরিষদের শিক্ষিকা ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী ছিলেন। তার তিন পুত্র, দুই মেয়ে, নাতি নাতনিসহ অস্যংখ্য আত্মীয়স্বজন রয়েছে। তার বড় পুত্র এ্যাডভোকেট রানা দাশগুপ্ত, মেঝ ছেলে ভারতের কলকাতায় খ্যাতিমান চিকিৎসক রনেন দাশগুপ্ত এবং ছোট ছেলে রনজিত দাশগুপ্ত ভারতের আগরতলায় আইন পেশায় নিযুক্ত রয়েছেন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের বলুয়ারদীঘি পাড়স্থ অভয়মিত্র মহাশ্মশানে প্রয়াত কৃষ্ণা দাশগুপ্তা’র শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন এ্যাডভোকেট রানাদাশগুপ্ত। সোমবার রাতেই তাকে চট্টগ্রামের দেওয়াঞ্জীপুকুর পাড়ে নিয়ে আসা হয়। সেখানে বিভিন্ন তাঁর প্রতি শ্রদ্ধা জানান। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা ও খেলাঘর চট্টগ্রাম এর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Back to top button