জাতীয়
এফআর টাওয়ারের আগুন : নিহত ২৫, আহত ৭৩

রাজধানীর বনানী এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা ২৫ জনে পৌঁছেছে। আহত ৭৩ জন। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মুশতাক হোসেন এ তথ্য জানান। আজ শুক্রবার সকালে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে আগুন লাগা ভবনটির সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
মুশতাক হোসেন সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ২৪ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই।
গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। সন্ধ্যার দিকে তা নিয়ন্ত্রণে আসে।