শিল্প ও সংস্কৃতি

একুশে গ্রন্থমেলায় তরুণ লেখকদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান

২০১৮তে তরুণ লেখকদের অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উদ্যোগে “তরুণ লেখক আত্মপ্রকাশ শীর্ষক” সংবাদ সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে গতকাল বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আশিকুল কায়েস। লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক উম্মে হানি মেঘলা।
সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে পরিষদের সামাজিক কার্যক্রম সহ লেখকদের উন্নয়নে পরিষদের ভূমিকা সম্পর্কে তুলে ধরা হয়। দেশের সাহিত্যচর্চা সহ সংস্কৃতি অঙ্গণে তরুণ লেখকদের প্লাটফর্ম কাজ করবে বলেও আশিকুল কায়েস তার বক্তব্যে বলেন। এছাড়া তিনি আরও বলেন, কলেজ পর্যায়ে সৃজনশীল ও সাহিত্য চর্চার ক্ষেত্রে আমাদের পরিষদের যেমন অবদান আছে ঠিক তেমনি সাহিত্য পুরস্কারের ক্ষেত্রেও আমাদের এক বিশেষ অবদান থাকবে।
চলতি বছর থেকেই সেরা তরুণ লেখক পুরস্কার প্রদানের বিষয়টি মাথায় রেখে সংগঠন তার নিজস্ব লক্ষে এগিয়ে যাবে বলে সভাপতি আশা প্রকাশ করেন।

Back to top button