উষাতন তালুকদারের আওয়ামী লীগে যোগদানের খবর ভিত্তিহীন
দশম জাতীয় সংসদে স্বতন্ত্রভাবে নির্বাচিত ১৪ জন আওয়ামী লীগে যোগ দিচ্ছেন শিরোনামে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত খবরে পার্বত্য রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা ঊষাতন তালুকদারের নামও প্রকাশিত হয়েছে। এ খবর ভিত্তিহীন এবং গুজব বলে জানিয়েছে জেএসএস।
ঊষাতন তালুকদার তার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ১৩ জন স্বতন্ত্র সংসদ সদস্যের সাথে আমিও আওয়ামীলীগে যোগ দিয়েছি- কালের কণ্ঠ, বিডিনিউজ২৪.কম, সিএইচটিটাইমস২৪.কম সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। এই সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, সর্বৈব মিথ্যা ও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। আমার রাজনৈতিক ভাবমুর্তি ক্ষুণ্ন করা তথা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্ব সম্পর্কে জনমতকে বিভ্রান্ত করতেই আমার সাথে কোনরূপ যোগাযোগ না করে এসব অনলাইন নিউজ পোর্টাল ও জাতীয় দৈনিক কর্তৃক একতরফাভাবে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, আমার সম্পর্কে এ ধরনের মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত সংবাদ প্রকাশে আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি এবং এই সংবাদ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।