জাতীয়

উষাতন তালুকদারকে হত্যার প্রচেষ্টা মানে সংসদীয় গণতন্ত্রকে হত্যা চেষ্টা -পঙ্কজ ভট্টাচার্য

শ্যাম সাগর মানকিনঃ ‘উষাতন তালুকদারকে হত্যার প্রচেষ্টা মানে সংসদীয় ব্যবস্থা ও গণতন্ত্রকে হত্যা চেষ্টার নামান্তর’ বলে মন্তব্য করেছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। আজ সকালে সাংসদ ঊষাতন তালুকদারকে হত্যার হুমকি, কুষ্টিয়াতে জেলা পূজা উদযাপন পরিষদের নেতার ছেলে দেব দত্ত অপহরণ, মৌলভীবাজারে কাকলি মল্লিককে অপহরণ এবং পাবনা ও নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ ও মানবন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘একজন সংসদ সদস্যকে তার সুরক্ষিত বাসায় গিয়ে হুমকি দেয়ার পরও হুমকিদাতাদের জামিনে ছেড়ে দেয়া হয়েছে। এদেশে আদিবাসী, ধর্মীয় ও জাতিগত সম্প্রদায় নিরাপদ নয়।’

সমাবেশে বক্তব্য রাখেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। তিনি বলেন, ‘সাংসদকে হত্যার হুমকি, বিভিন্ন জায়গায় অপহরণের ঘটনা, সাম্প্রদায়িক হামলার ঘটনায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।এতে বোঝা যায় দেশে নীরবে সাম্প্রদায়িকতা ঘটে চলেছে।’

‘নির্বাচনকে সামনে রেখে একদল জলঘোলা পরিস্থিতিতে ফায়দা লুটার চেষ্টা করে যাচ্ছে’ বলে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য নির্মল রোজারিও। তিনি এই প্রচেষ্টা রুখে দিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ প্রস্তুত রয়েছেন বলেও তার বক্তব্যে বলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিতে পারেন, তবে কেনো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাচ্ছেন না।’
আগের সাম্প্রদায়িক ঘটনার বিচার হলে এরকম ঘটনা আবার পুনরাবৃত্তি হতোনা বলেও মন্তব্য করেন তিনি।

বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা দ্রুত সাংসদ ঊষাতন তালুকদারের হুমকিদাতাদের গ্রেফতার ও বিচারের দাবী জানানোর পাশাপাশি সাংসদের নিরাপত্তার নিশ্চিত করার দাবী জানান। মানববন্ধনে কুষ্টিয়াতে অপহৃত দেব দত্ত ও মৌলভীবাজারে অপহৃত কাকলি মল্লিককে উদ্ধার ও দোষীদের শাস্তির দাবীও জানানো হয়। সে সাথে ৩১ মে পাবনার বেড়ায় সিন্দুরী গ্রামে ও ১২ জুন নাসিরনগরে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিচারের দাবী জানানো হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ছাত্র যুব ঐক্য পরিষদ ও মহিলা ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

Back to top button