উচ্চ পর্যায়ের তদন্ত করে কল্পনা চাকমার অপহরণকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন
রাঙামাটি প্রতিনিধি: কল্পনা চাকমার অপহরণ মামলার রাঙামাটি পুলিশ সুপারের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান ও উচ্চ পর্যায়ে তদন্ত করে কল্পনা চাকমার অপহরণকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা।
রবিবার সকাল ১০ টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন ১৯৯৬ সালে ১১ জুন রাতে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। এই ঘটনার সাথে লে. ফেরদৌস, ভিডিপি কমান্ডার নুরুল হক, সালেহ আহমদ জড়িত কিন্তু অপহরণের ২০ বছর অতিক্রান্ত হলেও তদন্তে বার বার অপরাধীদের বাদ দিয়ে মনগড়া তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হচ্ছে। এ অবস্থায় কল্পনা অপহরণের সুষ্ঠ বিচার পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে পড়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেএসএস কেন্দ্রীয় সহ তথ্য প্রচার সম্পাদক সজীব চাকমা, আইনজীবী সুস্মিতা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক রিন্টু চাকমা, আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার।