আন্তর্জাতিক

ইসরায়েলি নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে পদত্যাগ করলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী

আইপিনিউজ, আন্তর্জাতিক ডেক্সঃ ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর মোহাম্মদ এশতায়েহ পদত্যাগ করেছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

এশতায়েহ’র নেতৃত্বাধীন সরকার শুধু পশ্চিম তীর শাসন করত। গাজায় তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

রয়টার্সকে এশতায়েহ বলেন, ‘‘ফিলিস্তিনের পশ্চিম তীর ও জেরুজালেমে নজিরবিহীন মাত্রায় সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধ, গণহত্যা ও খাদ্যাভাব তৈরি হয়েছে। এসবে ব্যর্থতাকে কেন্দ্র করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’’

এশতায়েহ জানান, এসব সংকট সমাধানের জন্য নতুন সরকার ও নতুন রাজনৈতিক পদক্ষেপ প্রয়োজন।

নব্বইয়ের দশকের শুরুর দিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে অসলো চুক্তি স্বাক্ষর হয়। তবে ওই চুক্তি সইয়ের পর দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ক্ষেত্রে খুব সামান্যই অগ্রগতি হয়েছে।

Back to top button