আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে স্থানীয় পর্যটকদের বহনকারী একটি বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে উল্টে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।
শনিবার পশ্চিম জাভা প্রদেশের সুবাং অঞ্চলের টাংকুবান পারাহু পর্বতের কাছে একটি উষ্ণ প্রস্রবণে যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে প্রকাশিত সংবাদ সূত্রে জানিয়েছে বিবিসি।
বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল। বাসটির চালকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পাহাড়ি পথ বেয়ে নিচে নামার সময় বাসটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে বলে পুলিশের ধারণা।
বাসটির অধিকাংশ যাত্রী বানতেন প্রদেশের দক্ষিণ তানগেরাং এলাকার বাসিন্দা বলে খবর।
দুর্ঘটনার মূল কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সুবাংয়ের পুলিশ প্রধান বুধি হেন্ডরাত্নো।
তথ্যসূত্রঃ বিবিসি