ইন্দোনেশিয়ায় গির্জায় আত্মঘাতী হামলা; নিহত ৯
ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় তিনটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত নয় জন নিহত হয়েছেন।
রোববারের এসব হামলায় আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
‘আত্মঘাতী হামলাকারীরা’ এসব হামলা চালিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা।
পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মানগেরা জানিয়েছেন, তিনটি গির্জায় বিস্ফোরণ ঘটেছে এবং ৪০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, একটি গির্জায় আগুন জ্বলছে, সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠছে।
টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে একটি গির্জার প্রবেশ পথের চারপাশে মোটরসাইকেল, ধ্বংসাবশেষ পড়ে থাকতে এবং পুলিশকে জায়গাটি ঘিরে রাখতে দেখা গেছে।
চতুর্থ আরেকটি গির্জায় বিস্ফোরণ ঘটেছে কি না তাও তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ।
তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
হামলার পর রোববার সুরাবায়ায় সব গির্জা সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দিয়েছে পুলিশ।
বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় সম্প্রতি দেশের ভিতরে তৈরি হওয়া জঙ্গিদের পুনরুত্থান লক্ষ করা যাচ্ছে।