আঞ্চলিক সংবাদ

আলীকদমে অবৈধভাবে পাথর উত্তোলন চলছে

বান্দরবান জেলা প্রশাসকের কোন রকম অনুমতি ছাড়া বান্দরবানের আলীকদম উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার ঘনফুট পাথর অবৈধভাবে উত্তোলন করে পাচর করে দিচ্ছে পাচারকারী একটি চক্র৷ এ চক্রটি পাহাড় কেটে আর মাটি খুঁড়ে এসব পাথর উত্তোলন করছে৷ অবৈধভাবে পাথর উত্তোলন করার অপরাধে গেল ছয় মাসে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান ভ্রাম্যমান অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৪৬৭৮০ ঘনফুট পাথর জব্দ করেছেন৷

এদিকে আলীকদম উপজেলা প্রশাসন শুরু থেকে অবৈধভাবে পাথর জব্দের অভিযান অব্যাহত রাখলেও বর্তমানে তা বন্ধ থাকায় পাথর পাচারকারীরা বেপরোয়া উঠে প্রকাশ্যে পাথর উত্তোলন করে পাচার করে দিচ্ছে৷

এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, আলীকদম উপজেলার ২৮৭নং তৈন মৌজার ছোট ভরি, বর ভরি, ঠান্ডাঝিরি, মাংগুঝিরির শাখা প্রশাখা থেকে পাথর উত্তোলনের জন্য গত ৫ ডিসেম্বর বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে হুমায়ুন কবির, পিতা- মৃত মাওলানা মোহাম্মদ ইসলাম এর নামে ২০ হাজার ঘনফুটের একটি পারমিট অনুমোদন হয়৷ কিন্ত উক্ত পারমিটের অনুবলে পাথর গুলো পরিবহনের কোন অনুমোদন নেই৷ তাই উক্ত পারমিটের কোন পাথর উল্লেখিত স্থান থেকে পরিবহন করা সম্পূর্ণ অবৈধ৷ সেহেতু আলীকদম উপজেলার যে কোন স্থান থেকে পাথর উত্তোলন করা সম্পূর্ণ অবৈধ৷ অবৈধভাবে পাথর উত্তোলন করার অপরাধে গত ছয় মাসে আলীকদমের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান অভিযান চালিয়ে ৪৬৭৮০ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে৷ অভিযান অব্যাহত রয়েছে৷

আলীকদম উপজেলা থেকে পাথর উত্তোলন সম্পূর্ণ অবৈধ বলে জানালেও বর্তমানে উপজেলার ভরিখাল, কলারঝিরি, রোয়াম্ভু খাল, আলীকদম-থানচি সড়কের আলীকদম অংশের ১০ থেকে ১৮ কিলোমিটার পর্যন্ত বিভিন্ন ঝিরি থেকে, মাতামুহুরী রিজার্ভের ধুমচি খাল, ভূজিখাল, তুলাতলী ঝিরি, চৈক্ষ্যংয়ের ডুপ্পুর ঝিরি, পাট্টাখাইয়া, বাঘের ঝিরি ও তৈন খালের এবং অসথু ত্রিপুরা পাড়া ঘাট এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার ঘনফুট পাথর উত্তোলন করছে এ পাথর উত্তোলনকারী চক্র৷ এসব স্থানে রাস্তার পাশে স্তুপে স্তুপে জড়ো করে রেখেছে পাথর৷ এ সব পাথর গুলো ছোট-বড় ট্রাক যোগে পাচার করে দিচ্ছে৷ এর কারণে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তেমনি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকর৷

একাধিক সূত্রে জানা যায়, উপজেলার ২৯১ ও ২৯২ নং তৈন মৌজার এলাকার পাইয়া পাড়ার বাসিন্দা চংঅং ম্রো বলেন, গত ১ বছর ধরে তৈন খালের বিভিন্ন স্থান থেকে পাথর উত্তোলন করে চলছে উপজেলা সদরের প্রভাবশালী কিছু লোকজন৷ পাথর উত্তোলনের কারণে আমরা বসবাসকারী ম্রো, ত্রিপুরা ও মার্মা সম্প্রদয়ের লোকজনের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে৷ তদের বাধা দিলে তারা বাধা শুনে না৷ উল্টা অপমান জনক কথা কলে৷ তারা ইঞ্জিন চালিত নৌকায় করে প্রতিদিন প্রায় ৮০ থেকে ১শত বোট পাথ বোঝাই করে আলীকদম সদরে নিয়ে যায়৷ বিভিন্ন স্থানে মজুদ করেছে লক্ষাধিক ঘনফুট পাথর। প্রশাসন অভিযান চালালেই পাথর গুলো জব্দ করা সম্ভব হবে।
তথ্যসূত্রঃ হিলবিডি টোয়েন্টিফোর ডটকম

Back to top button