আলফ্রেড সরেন হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
আদিবাসী নেতা আলফ্রেড সরেনের হত্যাকারীদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে ১৭ আগস্ট বেলা সাড়ে ১১ টায় রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আদিবাসী ছাত্র পরিষদ।
আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো, সহ-সাংগঠনিক সম্পাদক ও রাবি শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম, দপ্তর সম্পাদক আপেল মুন্ডা, রাজশাহী কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক দুলাল মাহাতো, কেন্দ্রীয় সদস্য তরুন মুন্ডা প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়া সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক এনামুল হক, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার যুগ্ম-আহ্বায়ক উপেন রবিদাস প্রমূখ।
বক্তারা বলেন, আলফ্রেড সরেন হত্যার দীর্ঘ ১৬ বছর অতিবাহিত হলেও বিচার হয়নি। অবিলম্বে আলফ্রেড সরেন হত্যার বিচার করতে হবে। ভূমিকে কেন্দ্র করে সারাদেশে আদিবাসী হত্যা, নারী ধর্ষণ, নির্যাতন, উচ্ছেদ বন্ধেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
প্রসঙ্গত, ২০০০ সালের ১৮ আগস্ট নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের আদিবাসী পল্লীতে আলফ্রেড সরেনকে হত্যা করে ভাড়াটে লাঠিয়াল বাহিনীর সন্ত্রাসীরা।