আঞ্চলিক সংবাদ

আলফ্রেড সরেনের সমধীতে পুষ্পার্ঘ অর্পন

জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির উদ্যোগে গত ১৮ আগস্ট ২০১৭ মহাদেবপুর উপজেলার ভীমপুরে কেন্দ্রিয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন এবং সাধারণ সম্পাদক সবীন চন্দ্র মুন্ডার এর নেতৃত্বে শহীদ আলফ্রেড সরেন এর ১৭তম মৃত্যু বার্ষিকীতে তার সমাধীতে পুষ্পার্ঘ অর্পন করেছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রগতিশীল রাজনৈতিক সংগঠন পুষ্পার্ঘ অর্পন করে।

পুষ্পার্ঘ অর্পনের পর জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক সবীন চন্দ্র মুন্ডা, মহাদেবপুর থানা কমিটির সভাপতি দিলিপ পাহান, বাসদের নওগাঁ জেলা কমিটির সম্বনয়ক জয়নাল আবেদীন মুকুল, আদিবাসী যুব কমিটির সাধারণ সম্পাদক নরেন পাহান, আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক নিরাঞ্জন পাহান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আলফ্রেড সরেনকে তার নিজ ভূমিতে ২০০০ সালের ১৮ আগস্ট এলাকার ভূমিদস্যু ও সন্ত্রাসী নেতাই গং ও গদাই গং নির্মমভাবে পুড়িয়ে দিনে দুপুরে হত্যা করে। আজ আলফ্রেড সরেন হত্যার ১৭ বছর পার হলেও প্রশাসন তার সুষ্ঠ বিচার করতে পারে নি। আলফ্রেড সরেন এর নিজ এলাকা ভীমপুরের আদিবাসীরা নিরাপত্তার অভাবে আতঙ্কে দিন কাটাচ্ছেন।

Back to top button