আন্তর্জাতিক

আফগানিস্তানে আইএস মারতে গিয়ে মার্কিন ড্রোনে নিহত ৩০ শ্রমিক

আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক ফসলের মাঠের কাছে মার্কিন ড্রোন হামলায় অন্তত ৩০ বেসামরিক লোক নিহত হয়েছেন, আহতের সংখ্যা ৪০ জন।

বৃহস্পতিবার রয়টার্স জানায়, আইএসের গোপন আস্তানা ধ্বংস করে দিতে বুধবার রাতে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে আফগান কর্মকর্তারা। কিন্তু দুর্ঘটনাবশত পার্শ্ববর্তী ক্ষেতের কৃষকেরা লক্ষ্যবস্তুতে পরিণত হন।

পূর্বাঞ্চলীয় নানগাহারের প্রাদেশিক পরিষদ সদস্য সোহরাব কাদেরি বলেন, পাইন বাদাম ক্ষেতে ড্রোন হামলায় ৩০ কৃষি শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪০ জন।

কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে আইএস ঘাঁটি লক্ষ্য মার্কিন ও আফগান বাহিনী এই অভিযান চালায়। তবে এ ঘটনায় বেসামরিক লোক হতাহতের ব্যাপারে কিছু বলতে রাজি হয়নি তারা।

নানগাহারের প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি এই হামলার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, সরকার এই ঘটনা তদন্ত করছে। এখন পর্যন্ত ৯ জনের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

Back to top button