অন্যান্য

আন্তর্জাতিক সমুদ্র মহড়ার উদ্বোধনী নৃত্যে অংশগ্রহণ করে সারজোম বাহা

বাংলাদেশ নৌ বাহিনীর আয়োজনে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের নৌবাহিনীর অংশগ্রহণে বঙ্গোপসাররের তীরে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে প্রথমবার অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সমুদ্র মহড়া ইমসারেক্স-২০১৭(আইওএনএস মাল্টিলেটারাল মেরিটাইম সার্চ এন্ড রেসকিউ এক্সারসাইজ)।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এই মহড়ার উদ্বোধন করেন। তিনি হেলিকপ্টারে এ মহড়ায় অংশগ্রহণকারী যুদ্ধজাহাজসূহের ফ্লিট রিভিউপরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে হিউম্যান রাইট্স ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডি) দ্বারা সংগঠিত ৮ সদস্য বিশিষ্ট সাঁওতালদের সারজোম বাহা দল প্রতিনিধিত্ব করে।

আদিবাসী সঁওতাল, চাকমা, মারমা, গারো, ত্রিপুরা, বোম জাতি-গোষ্ঠীর ৪০ জন শিল্পীসহ মোট ১৫০ জন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করে।

মহড়ায় ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম এর ৩২টি দেশের মধ্যে ২৩টি সদস্য ও ৯টি পর্যবেক্ষক দেশসমূহের নেীবাহিনীর যুদ্ধজাহাজ এবং নৌপ্রধান, উর্ধ্বতন নৌ কর্মকর্তা এবং বিবিন্ন দেশের মেরিটাইম বিশেজ্ঞগণ অংশগ্রহণ করেন।

Back to top button