অন্যান্য

আন্তর্জাতিক আদিবাসী দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান রাজশাহীতে

আন্তর্জাতিক আদিবাসী দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান জানানো হয়েছে রাজশাহীতে আয়োজিত এক সভায়। ‘আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর শাখা এক আলোচনা সভার আয়োজন করে। এতে এ আহ্বান জানান বক্তারা।

শুক্রবার সকাল ১০টায় রাজশাহী নগরীর আলুপট্টিতে মুক্তিযুদ্ধ পাঠাগারে এ সভার আয়োজন করা হয়।

এছাড়া সভায় বক্তারা- আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, আদিবাসীদের উচ্ছেদ, দেশত্যাগসহ সকল প্রকার নির্যাতন বন্ধ করার দাবি জানান। এছাড়াও কডা, কাদর, নুনিয়া, রাউতিয়া, রবিদাসসহ বাদপড়া আদিবাসীদের গেজেটে অন্তর্ভূক্ত করার দাবি জানান বক্তারা।

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতা রবীন্দ্রনাথ সরেন বলেন, জাতিসংঘ কর্তৃক এবারের প্রতিপাদ্য ‘আদিবাসী ভাষা’। পৃথিবীতে দুই হাজার ভাষা সংকটাপন্ন অবস্থায় রয়েছে। প্রতিদিন গড়ে ৫টি ভাষা হারিয়ে যাচ্ছে। জাতিসত্তা হিসেবে আদিবাসীদের রাষ্ট্রের কাছে গর্বের সাথে পরিচিত হতে চাই নিজেদের ভাষা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে। আদিবাসীদের ভাষা, সংস্কৃতি, পালা-পার্বণ, রীতিনীতি যদি হারিয়ে যায় তাহলে আদিবাসীরা একদিন হারিয়ে যাবে। আদিবাসীদের ভাষাগুলো রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। এজন্য রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, আদিবাসীরে বাদ দিয়ে বা পিছনে ফেলে এসডিজি বাস্তবায়ন কখনই হবে না।

মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর সংবিধান রচনার সময় সকল জাতিগোষ্ঠীকে বাঙ্গালি হয়ে যেতে বলা হয়, তা মোটেও ঠিক হয়নি। আদিবাসীদের বিভাজন করার পেছনেও কারণ আছে। যদি তাদের কোনোভাবে বিভাজন করে বিতাড়িত করা যায়, তাহলে আদিবাসীদের বিশাল সম্পত্তি ভোগদখল করা যাবে।

জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর সমীক্ষায় বলা হচ্ছে- বাংলাদেশে ৪১ ভাষায় মানুষ কথা বলে। তারমধ্যে ১৪টি ভাষা সংকটাপন্ন অবস্থায় রয়েছে। আদিবাসীদের ভাষা সংরক্ষণের জন্য প্রতিটি জেলা ও উপজেলায় আদিবাসী ভাষা ও সাংস্কৃতিক একাডেমী প্রতিষ্ঠা করা জরুরি।

সভায় পরিষদের রাজশাহী মহানগর শাখার সভাপতি সুমিলা টুডু‘র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সম্পাদক মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ রাজশাহী জেলা সভাপতি রঘুনাথ রবিদাস, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম প্রমুখ।

Back to top button