আঞ্চলিক সংবাদ

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ উদ্যোগে রাজশাহীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ ৮ আগস্ট ২০১৭ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১ টায় রাজশাহীর মিয়াপাড়াস্থ সাধারণ গ্রন্থাগারে এক আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতিসংঘ ঘোষিত এই বছর আদিবাসী দিবসের প্রতিপাদ্য বিষয়, ‘‘আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্রের এক দশক (“10th Anniversary of The UN Declaration on The Rights of Indigenous Peoples”)।

জাতীয় আদিবাসী রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর শাখার সভাপতি লিয়াকত আলী লিকু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, প্রেসিডিয়াম সদস্য খ্রিষ্টিনা বিশ্বাস, রমানাথ মাহাতো, সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, দপ্তর সম্পাদক সুভাষ হেমব্রম, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, কেন্দ্রীয় সদস্য রাজকুমার শাও, গোদাগাড়ী থানা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নবদ্বীপ লাকড়া, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো।

উপস্থিত থেকে সংহতি জানান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য ও রাজশাহী,জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, বিশিষ্ট লেখক প্রশান্ত কুমার সাহা, বিশিষ্ট সামাজ সেবক সূর্য্য হেমব্রম, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়, ন্যাপ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. মুস্তাফিজুর রহমান খান আলম, ব্লাস্ট রাজশাহীর সমন্বয়কারী এ্যাড. আব্দুস সামাদ। আলোচনা সভা সঞ্চালনা করেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধরণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস।

অপর দিকে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু। রক্তদান কর্মসূচিতে সভাপতিত্ব করেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান। রক্তদান কর্মসূচিতে বক্তারা বলেন, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্ঠান, মুসলিন, আদিবাসীদের রক্তের কোন ভেদাভেদ নেই। যেকোন মানুষের রক্ত মুমুর্ষু একজন রোগীকে নতুন জীবন দান করতে পারে।সে প্রত্যয় নিয়ে আদিবাসীদের রক্ত সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরে ছড়িয়ে দেওয়ার জন্য আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে এই রক্ত দান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আদিবাসী ছাত্র পরিষদের এই কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগীতা করে সন্ধানী রাজশাহী মেডিকেল কলেজ ইউনিট।

আদিবাসী দিবসের আলোচনা সভায় বক্তারা সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান। আদিবাসীদের সকল প্রকার জুলুম নির্যাতন , হত্যা, বন্ধের দাবি জানান।

Back to top button