আঞ্চলিক সংবাদ

আদিবাসী যুব পরিষদের সারিয়াকান্দি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আদিবাসী যুব পরিষদ-সারিয়াকান্দি উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সকাল ১১টায় সারিয়াকান্দি উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আদিবাসী যুব পরিষদ-সারিয়াকান্দি উপজেলা শাখার আহ্বায়ক সুনীল রবিদাস বাবু। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য জননেতা কৃষিবিদ আব্দুল মান্নান, এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ-সারিয়াকান্দি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান (মতি), আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রাজশাহী জেলা শাখার আহ্বায়ক নবদ্বীপ লাকড়া, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, কেন্দ্রীয় অর্থ-সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি পরেশ সিং, সাংগঠনিক সম্পাদক উত্তম উড়াও।

আদিবাসী ছাত্র পরিষদ-বগুড়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি শিপন রবিদাস প্রাণকৃষ্ণের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ-বগুড়া জেলা শাখার আহ্বায়ক হান্নান রবিদাস, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ-সারিয়াকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী, আদিবাসী যুব পরিষদ-বগুড়া জেলা শাখার সভাপতি স্বপন কর্ণিদাস, সাধারণ সম্পাদক গৌতম ভূইয়া, কার্যনির্বাহী সদস্য দুলাল কর্ণিদাস, আদিবাসী ছাত্র পরিষদ-নওগাঁ জেলা শাখার সভাপতি সুধির পাহান, বগুড়া জেলা শাখার দপ্তর সম্পাদক সুজন রাজভর, সারিয়াকান্দি উপজেলা আদিবাসী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হরিপদ বর্মণ, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-বগুড়া জেলার শাখার সহ সভাপতি বুদা রবিদাস, বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন-সারিয়াকান্দি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সহদেব রবিদাস, আদিবাসী যুব পরিষদ-ধুনট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রদীপ রবিদাস, সারিয়াকান্দি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক বিমল রবিদাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান এমপি বলেন, “সারিয়াকান্দি উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগন যাতে আগামীতে আরও সুযোগ-সুবিধা পায়, সেজন্যে আমাকে সঠিক তথ্য দিলে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো।”

সম্মেলন শেষে নেতা-কর্মীদের প্রত্যক্ষ ভোটে সুনীল রবিদাস বাবু কে সভাপতি, বিমল রবিদাস কে সাধারণ সম্পাদক এবং বাঁধন মালো কে সাংগঠনিক সম্পাদক করে আদিবাসী যুব পরিষদ-সারিয়াকান্দি উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি চুড়ান্ত করা হয়।

Back to top button