জাতীয়

আদিবাসী দিবস পালন স্থগিত করেছে আদিবাসী ফোরাম 

দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় এই বছরের ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন স্থগিত করেছে বাংলাদেশ আদিবাসী ফোরামসহ বিভিন্ন অঞ্চলে বসবাসরত আদিবাসীরা। 

গত ৪ আগস্ট বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক হিরণ মিত্র চাকমা সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৯ আগস্টের পুর্বনির্ধারিত সকল অনুষ্ঠান স্থগিত করা হল। দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে পরবর্তীতে দিবসটি পালনের তারিখ ঘোষণা করা হবে।” 

উল্ল্যেখ্য, ১৯৯৪ সালে জাতিসংঘ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে  বিশ্বের সকল আদিবাসী জনগণ নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করে। 

 

বাংলাদেশে বসবাসরত আদিবাসীরাও দীর্ঘদিন ধরে আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদানসহ বিভিন্ন দাবিদাওয়া উত্থাপন, আলোচনা সভা, র‍্যালী  ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে  দিবসটি পালন করে আসছে। তবে বাংলাদেশ রাষ্ট্র এখনো আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়নি। 

Back to top button