অন্যান্য

আদিবাসী দিবসে বাংলাদেশ আদিবাসী ফোরামের ফেসবুক প্রোফাইল পিকচার ক্যাম্পেইন চলছে

৯ আগস্ট, জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশেও বিভিন্ন সংগঠন দিবসটি দুই দশক ধরে পালন করে আসছে। বাংলাদেশের আদিবাসীদের সংগঠন বাংলাদেশ আদিবাসী ফোরাম প্রতি বছরই দিবসকে কেন্দ্র করে নানাবিধ আয়োজন করে। কিন্তু এ বছরে বিশ্বে চলমান কোভিড ১৯ মহামারী পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ আদিবাসী ফোরামের সমস্ত আয়োজন অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। এবছরের আদিবাসী দিবসের প্রতিপাদ্য বিষয় “কোভিড ১৯ মহামারীতে আদিবাসীদের জীবনজীবিকার সংগ্রাম”।

এরই অংশ হিসেবে গত ৬ই আগস্ট রাতে বাংলাদেশ আদিবাসী ফোরামের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে একটি ফেসবুক প্রোফাইল পিকচার ক্যাম্পেইন চালু করা হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন।

ক্যাম্পেইনে যুক্ত হতে ক্লিক করুনঃ ফেসবুক ক্যাম্পেইন লিঙ্ক

Back to top button