আঞ্চলিক সংবাদ

আদিবাসী ছাত্র পরিষদের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন ২৬ ও ২৭ মে

আদিবাসী ছাত্র পরিষদের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন ২০১৭ উপলক্ষে বুধবার দুপুর ১২ টায়, মুক্তিযুদ্ধ পাঠাগার, আলুপট্টি, রাজশাহী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিভূতী ভূষণ মাহাতো। আরোও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম; সাধারণ সম্পাদক মিঠুন কুমার উরাও, রাজশাহী বিশ্ববিদ্যাল কমিটির সাধারণ সম্পাদক নকুল পাহান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক রতিশ টপ্য, দপ্তর সম্পাদক আপেল মুন্ডা, রাজশাহী কলেজ কমিটির সভাপতি সাবিত্রী হেমব্রম, সাধারণ সম্পাদক বিপ্লব টপ্য, কেন্দ্রীয় সদস্য অনিল রবিদাস প্রমুখ।

সম্মেলনে জানানো হয়, আগামী ২৬ মে ২০১৭ তারিখ, শুক্রবার, সকাল ১১ টায় রাজশাহী মহানগরীর মিয়াপাড়াস্থ পাবলিক লাইব্রেরির মুক্তমঞ্চে “তারুণ্যই শক্তি, আদিবাসীদের মুক্তি” স্লোগানকে সামনে রেখে আদিবাসী ছাত্র পরিষদের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উক্ত দিন র‌্যালি ও সমাবেশ এবং ২৭ মে ২০১৭ তারিখ, শনিবার সকাল ১০ টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে চতুর্থ কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি এবং জাতীয় আদিবাসী পরিষদের প্রধান উপদেষ্টা জননেতা ফজলে হোসেন বাদশা, এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হরেন্দ্রনাথ সিং। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিনচন্দ্র মুন্ডা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা দেবাশীষ প্রামানিক দেবু, লেখক ও গবেষক পাভেল পার্থ, আদিবাসী নারী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসন্তী মুর্মু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমলচন্দ্র রাজোয়াড়, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মানিক সরেন, সহ-সভাপতি নবদ্বীপ লাকড়া, সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, সাংগঠনিক সম্পাদক রামপ্রসাদ মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদের সাবেক সভাপতি উপেন রবিদাস, সাবেক সাধারণ সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম।
এছাড়াও জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী নারী পরিষদ, আদিবাসী যুব পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদের সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Back to top button