আদিবাসী কোটা বহালের দাবিতে বিক্ষোভ
সরকারি চাকরিতে আদিবাসীদের ৫ শতাংশ কোটা বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ। বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে তারা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র ঘুরে আবার জাদুঘরের সামনে এসে শেষ হয়।
পরে ওই স্থানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘যারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছেন, তারা কোনোদিনই কোটা বাতিলের দাবি জানাননি। কোটা কীভাবে সমানভাবে প্রয়োগ হবে তা বিবেচনা না করে, সরকার পুরো কোটা বাতিল করে দিয়েছে। সরকার স্বেচ্ছাচারী ভাবে এ কোটা বাতিল করেছে। এটা সম্পূর্ণভাবে সংবিধানবিরোধী। আদিবাসী কোটা তাদের সাংবিধানিক অধিকার।’
তিনি সম্মিলিতভাবে আবার আন্দোলনের মাধ্যমে কোটার সংস্কারের দাবি আদায়ের আহ্বান জানান। তিনি বলেন, ‘কোটা সংস্কারের আন্দোলন হয়েছিল, কোটা বাতিলের নয়। তাই সংস্কার করতে ফের আন্দোলনে নামতে হবে।’
সরকারের স্বেচ্ছাচারিতা সীমাহীন জায়গায় চলে গেছে অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘এখন তারা (সরকার) আর মানুষকে মানুষ মনে করে না। আপনারা আন্দোলন চালিয়ে যান। আপনাদের পাশে আমরা আছি।’
জোনায়েদ সাকি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধারা আমাদের নমস্য। আমরা তাদের সুবিধা কেড়ে নেওয়ার পক্ষপাতি না। এক পরিবারে একটির বেশি কোটা দেওয়া হবে না, এমন একটা আইন করলে কোটা দিয়ে বৈষম্য সৃষ্টি হতো না। প্রান্তিক মানুষ যাতে কোটার সুবিধা পায়, সেভাবেই এর সংস্কার করতে হবে।’
আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের যুগ্ম সমন্বয়ক অ্যান্থনী রেমা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় কে আদিবাসী কে বাঙালি এই প্রশ্ন ওঠেনি। বাঙালি আর আদিবাসী কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। কিন্তু মুক্তিযুদ্ধের পর থেকে আদিবাসী প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের অবহেলা সুস্পষ্ট হয়ে উঠেছে। আমরাও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। কিন্তু প্রাথমিক শিক্ষার সুযোগই আমরা পাচ্ছি না। রাষ্ট্র আমাদের সেই সুযোগ করে দিচ্ছে না। এখন আবার কোটা বাতিল করা হচ্ছে। আমরা এমন দেশ চাই যেখানে বাঙালি-আদিবাসী ভেদাভেদ থাকবে না।’
সংগঠনের যুগ্ম- সমন্বয়ক অলিক মৃ বলেন, ‘আপনারা যদি আদিবাসীদের মানুষ মনে করেন, রাষ্ট্রের নাগরিক মনে করেন, তাহলে তাদের অধিকার ফিরিয়ে দিন।’
তিনি প্রকাশিত পরিপত্র সংস্কার করে আদিবাসী কোটা বহালের দাবি জানান।