অন্যান্য

আদিবাসী কর্মজীবী মানুষের অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রিপন বানাই, ঢাকাঃ রাজধানীর সিবিসিবি সেন্টারে ৯ এপ্রিল দিনব্যাপি আদিবাসী কর্মজীবী মানুষের অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রাজধানীসহ পাশ্ববর্তী এলাকা সাভার ও গাজীপুর থেকে আদিবাসী কর্মজীবী মানুষজন অংশগ্রহন করেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর অর্থয়নে আইপিডিএস আদিবাসী কর্মজীবী মানুষের জন্য প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির সমন্বয়কারী রিপন চন্দ্র বানাই এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন আদিবাসী নেতা ও বিশিষ্ট মানবাধিকার কর্মী সঞ্জীব দ্রং, ট্রেড ইউনিয়ন নেতা জনাব চৌধুরী আশিকুর রহমান, আইএলও ন্যাশনাল কোঅর্ডিনেটর আলেক্সিউস চিছাম ও তুলি লাবন্য ম্রং।
কর্মশালায় বক্তাগণ বলেন, জীবিকার তাগিদে সারাদেশের আদিবাসী মানুষজন শহরমুখী হচ্ছে এবং শহরে তারা নানা কাজে সম্পৃক্ত হচ্ছে। অনেক আদিবাসী মানুষ জন নানা ধরনের কাজে যুক্ত থাকলেও তারা বিভিন্ন হয়রানি ও মানবাধিকার লংঘনের ঘটনার স্বীকার হচ্ছে। বিশেষ করে অপ্রতিষ্ঠানিক কজে বিউটি পালারে কর্মরত নারীরা বিভিন্ন সময়ে হয়রানির শিকার হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরনের জন্য সরকরের দৃষ্টি অকর্ষণ করেন বক্তাগণ।

Back to top button