আদিবাসী ও চা জনগোষ্ঠির নেতৃত্ব ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রিপন চন্দ্র বানাইঃ আন্তর্জাতিক শ্রম সংস্থা- আইএলও ও আইপিডিএস গত ১৩ ও ১৪ ডিসেম্বর ২০১৭ বড়লেখা মিশন স্কুলে দুদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ে কাজ করছে সংস্থাটি। দেশের পিছিয়ে পড়া মানুষের মধ্যে আদিবাসী ও চা জনগোষ্ঠী অন্যতম। বিভিন্ন অঞ্চল হতে পুঞ্জির মন্ত্রী ও চা বাগানের পঞ্চায়েতদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে ফাদার যোসেফ গমেজ, মানবাধিকার কর্মী, নারী নেত্রী বাবলী তালাং, মানবাধিকার কর্মী অরিজেন খংলা ও প্রকল্পটির সমন্বয়কারী মি রিপন বানাই বিভিন্ন বিষয়ে সহায়তাকারীর ভূমিকা পালন করেন। খাসিয়াদের ভূমি সমস্যা এ অঞ্চলে প্রকট । চা জনগোষ্ঠীর মানুষেরা এদেশে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ নানা সমস্যায় তারা জর্জরিত। প্রশিক্ষণের এক পর্যায় ডিমাই মিশন হাই স্কুলের প্রধান শিক্ষক ফাদার দিপক কস্তার আহবানে স্মৃতি স্মরুপ একটি বৃক্ষ রুপণ করা হয় এবং ছাত্র ছাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখেন মি রিপন বানাই, ফাদার যোসেফ গমেজ ও বাবলী তালাং। স্কুলটিতে আদিবাসী ও পিছিয়ে পড়া ২৫০ এরও অধিক ছেলেমেয়ে পড়াশুনা করছে।