জাতীয়

আদিবাসীর পরিবর্তে উপজাতি লেখার নিদের্শনাঃ পার্বত্য মন্ত্রণালয় বরাবর চাকমা রাজার স্মারকলিপি

অতি সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে তিন সার্কেল চীফকে সনদ পত্রে আদিবাসীর পরিবর্তে উপজাতি লেখার জন্য পরিপত্র পাঠানো হয়। এই পরিপত্রের প্রেক্ষিতে ৮নভেম্বর বুধবার, চাকমা রাজা দেবাশীষ রাায় আদিবাসী লেখার আইনি যৌক্তিকতার বিষয়ে পার্বত্য মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি প্রেরণ করেছেন। স্মারকলিপিটি আইপিনিউজ-এর পাঠকদের জন্য তুলে ধরা হল।




Back to top button