অন্যান্য

আদিবাসীবান্ধব বাজেট চেয়ে প্রাক-বাজেট নাগরিক সভা আগামী ৫মে

সোহেল হাজংঃ জাতীয় পরিকল্পনা ও বাজেটে নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও নীতি-নির্ধারণী প্রক্রিয়ার বিকেন্দ্রিকরণ অংশগ্রহণমূলক গণতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্য। এ বিষয়ে একটি সামাজিক উদ্যোগ গড়ে তোলার লক্ষ্যে গণতান্ত্রিক বাজেট আন্দোলন, বাজেট বিষয়ক সংসদীয় ককাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট এন্ড পলিসির উদ্যোগে ও বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় গত বছরের ন্যায় এ বছরও জন-বাজেট সংসদ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। এই ছায়া বাজেটের প্রাক্কালে বিষয় বা খাত ভিত্তিক নাগরিক সভা অনুষ্ঠিত হবে।

সে লক্ষ্যে বাংলাদেশ আদিবাসী ফোরাম, জাতীয় আদিবাসী পরিষদ ও কাপেং ফাউন্ডেশন-এর উদ্যোগে ‘জাতীয় বাজেটে আদিবাসীদের জন্য সুনির্দিষ্ট ও পর্যাপ্ত বরাদ্দ চাই’- শীর্ষক জন-বাজেট সংসদ ২০১৮-এর প্রাক-বাজেট নাগরিক সভা আগামী ৫মে ২০১৮ সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ৫নং কক্ষে আয়োজিত হবে । উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফজলে হোসেন বাদশা এমপি, আহ্বায়ক, আদিবাসী বিষয়ক সংসীয় ককাস এবং বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ককাসের সদস্য শ্রী মৃণাল কান্তি দাস এমপি, শ্রী ঊষাতন তালুকদার এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সৌরভ সিকদার, আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, আদিবাসী নারী নেত্রী সুলেখা ম্রং প্রমুখ। উক্ত সভাটি সভাপতিত্ব করবেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক মি. সঞ্জীব দ্রং। বিষয়টির ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় আদিবাসী পরিষদের খোকন সুইটেন মুরমু ও কাপেং ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী সোহেল হাজং। আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, প্রতিবছর বিশাল আকারের জাতীয় বাজেট প্রণিত হলেও সেখানে আদিবাসীদের উন্নয়নের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয় না। সমতলের ব্যাপক সংখ্যক আদিবাসীদের জন্য কোন সুনির্দিষ্ট বরাদ্দ নেই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে তাদের জন্য সামান্য পরিমাণে যে থোক বরাদ্দ দেয়া হয় তা বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে আদিবাসীদের সরাসরি কোন সম্পৃক্ততা নেই এবং এ বরাদ্দ বন্টনেও দেখা যায় ব্যাপক জটিলতা।

Back to top button