আদিবাসীদের মানবাধিকার রিপোর্ট ২০১৭ এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা চলছে
বৃহস্পতিবার সকালে রাজধানীর ডেইলি স্টার অফিসের তৌফিক আজিজ খান সেমিনার হলে ‘বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার প্রতিবেদন-২০১৭’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে।
এই প্রতিবেদন প্রকাশে কাপেং ফাউন্ডেশনকে সহযোগিতা করছে বেসরকারি সংস্থা অক্সফাম।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মানবাধিকার কর্মী এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল। এছাড়া প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের সদস্য ও এমপি ঊষাতন তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাদেকা হালিম, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অধ্যাপক বাঞ্ছিতা চাকমা, অক্সফামের প্রোগ্রাম ডিরেক্টর এমবি আখতার ।
সকাল ১০ঃ৩০ এ স্বাগত বক্তব্য ও ‘বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার প্রতিবেদন-২০১৭’ উপস্থাপন করেন কাপেং ফাউন্ডেশন এর সম্পাদক ও নির্বাহী পরিচালক পল্লভ চাকমা। এরপর ‘বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার প্রতিবেদন-২০১৭’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
এই প্রতিবেদন প্রকাশের সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের আলোচনা চলছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কাপেং ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন।