আঞ্চলিক সংবাদ

আজ থেকে রাঙামাটি সাথে বান্দরবানে যাত্রীবাহী বাস চলাচল শুরু

আজ থেকে পাহাড়ধসের তিন মাস পর রাঙামাটির কাপ্তাই-রাজস্থলী উপজেলা হয়ে বান্দরবান যাত্রীবাহী বাস চলাচল শুরু হচ্ছে। পাহাড়ধসের কারণে রাঙামাটি-বান্দরবান সড়কের বেশ কয়েকটি স্থান ধসে পড়ে।
বিশেষ করে ঘাগড়া হয়ে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকা পর্যন্ত রাস্তার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে ঘাগড়া রোড দিয়ে যান চলাচল বন্ধ ছিল তিন মাস। একইসাথে রাজস্থলী উপজেলা হয়ে বান্দরবান পর্যন্ত বেশ কয়েকটি স্থানেও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। এতে করে রাঙামাটি থেকে বান্দরবানের একমাত্র এই সড়কটিও তিনমান অচল ছিল। আজ থেকে এই সড়ক দিয়ে যাত্রীবাহী বাস চলাচল করবে বলে জানায় চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ।

Back to top button