আন্তর্জাতিক

আজ জাতিসংঘ দিবস

আজ ২৪ অক্টোবর, জাতিসংঘ দিবস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। আর ১৯৪৭ সালে জাতিসংঘ সনদ অনুমোদনের পর থেকে ২৪ অক্টোবরকে সদস্য রাষ্ট্রগুলোতে জাতিসংঘ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘আজকের এই দিনটি ৭৪ বছর আগে কার্যকর হওয়া জাতিসংঘ সনদের স্থায়ী আদর্শ তুলে ধরে। ঝড়ো বৈশ্বিক সাগরের মাঝে সনদটি নৈতিক নোঙর হিসেবে রয়ে গেছে। দ্রুতগতির পরিবর্তনের এই যুগে জাতিসংঘ মানুষের প্রকৃত সমস্যাগুলোর ওপর দৃষ্টি নিবদ্ধ রেখেছে। সংস্থাটি সুষ্ঠু বিশ্বায়ন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছে। মানবাধিকার ও লিঙ্গ সমতায় জোর দিচ্ছে।’

দিবসটি উপলক্ষে নিউইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। সকালে জাতিসংঘ সংগীতের মধ্য দিয়ে নিজস্ব পতাকা উত্তোলন করা হবে। এ দিনে বিভিন্ন খাতে অবদানের জন্য মনোনীতদের জাতিসংঘ মহাসচিব অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ বছর উদ্ভাবন ও সৃষ্টিশীলতা, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা এবং জাতিসংঘের কর্মসূচি বাস্তবায়নে দক্ষতার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হবে। এ ছাড়া ‘এসডিজি চ্যাম্পিয়ন’ বিশেষ পুরস্কার ঘোষণা করা হবে। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে জাতিসংঘ দিবসের ঐতিহ্যবাহী ‘ইউ এন ডে কনসার্ট।’

Back to top button