জাতীয়

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঃ বিভিন্ন আদিবাসী সংগঠনের শ্রদ্ধা নিবেদন

আইপিনিউজ ডেক্স(ঢাকা): আজ ২১ ফেব্রুয়ারি, বৃধবার। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের শ্রদ্ধা জানাতে সোমবার সারাদেশে ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে সব ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

ইউনেসকো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলা ভাষাকে জাতীয় ভাষা হিসাবে অস্বীকার করে এবং পাকিস্তানের একমাত্র সরকারি ভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থী ও ঢাকার সাধারণ মানুষ রাজপথে নেমে আসে।

১৯৫২ সালের এই দিনে বাংলাকে তৎকালীন পূর্বপাকিস্তানের রাষ্ট্রভাষার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মিছিল বের হয়। এ সময় পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন নিহত হন।অমর একুশে ফেব্রুয়ারি ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২’ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

এদিকে এ দিবসটি উপলক্ষ্যে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে জনসংহতি সমিতি। আজ সকালে রাঙ্গামাটিতে সংগঠনটির সহ-সভাপতি ও সাবেক সাংসদ ঊষাতন তালুকদারের নেতৃত্বে রাঙ্গামাটির তবলছড়িস্থ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। এসময় জেএসএসের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ডা: গঙ্গামানিক চাকমা, সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সিমিতির রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রীতা চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরাসহ রাঙ্গামাটির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তবে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১ টার দিকে পাহাড়ী ছাত্র পরিষদের পক্ষ থেকে সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক জগদীশ চাকমা’র নেতৃত্বে জাতীয়ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন পিসিপি’র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মনতুষ চাকমা, সাংগঠনিক সম্পাদক সৈসানু মারমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে একই সময়ে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর নেতৃবৃন্দ। এছাড়া বাংলাদেশ গারো স্টুডেন্ট ফেডারেশন, গাসু, সাসু, বিএমএসসি, টিএসএফ, ত্রিপুরা কল্যান সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রঁদেভু শিল্পী গোষ্ঠী, রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার, রাঙ্গামাটিতে জুম ঈসথেথিক কাউন্সিল (জাক) সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

Back to top button