জাতীয়

আজ অক্টোবর বিপ্লব শতবর্ষের উদ্বোধনী সমাবেশ

আজ ৬ অক্টোবর বিকেল ৩টায় শাহবাগ জাদুঘরের সামনে অক্টোবর বিপ্লব শতবর্ষের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

১৯১৭ সালের সমাজতান্ত্রিক বিপ্লব চেয়েছিল পুঁজিবাদের ক্রমবর্ধমান দুঃসহ দৌরাত্ম্যকে প্রতিহত করে একটি মানবিক বিশ্ব গড়ে তুলতে। বাংলাদেশে অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপনে মাসব্যাপী বিভিন্ন সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে আলোচনা সভা-সেমিনার, মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্যাপন কমিটির আহবায়ক ভাষা সংগ্রামী আহমদ রফিক ও অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং সম্বনয়ক কমরেড হায়দার আকবার খান রনো উদ্বোধনী সমাবেশে প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছে।

Back to top button