আগামীকাল স্বৈরাচার প্রতিরোধ দিবসঃ ৩৫তম বার্ষিকী
১৯৮৩ মধ্যে ১৪ ফেব্রুয়ারিতে শিক্ষার দাবি ও সামরিক শাসনবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আগামীকাল সকালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
আগামীকাল ১৪ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার স্বৈরাচার প্রতিরোধ দিবসের ৩৫তম বার্ষিকী। ১৯৮৩ সালের এদিনে অবৈধ সামরিক শাসক এরশাদের গণবিরোধী শিক্ষানীতি ও সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র-গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। এরশাদের সামরিক জান্তার বুলেটে সেদিন ও তার পরদিন জীবন দেন জয়নাল, মোজাম্মেল, আইউব, কাঞ্চন, দীপালী সাহা সহ অনেক নাম-না-জানা ছাত্রজনতা। দীর্ঘ দিনের সংগ্রামের ফলশ্রুতিতে স্বৈরশাসনের পতন ঘটে ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে।
১৯৮৩ সালের মধ্য ফেব্রুয়ারির শহীদদের স্মরণে গঠিত ‘মধ্য ফেব্রুয়ারি ’৮৩ স্মৃতি সংরক্ষণ পরিষদে’র উদ্যোগে আগামীকাল ১৪ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার সকাল ৮টায় কার্জন হল ও শিক্ষা ভবনের সামনে নির্মিত শিক্ষা ও গণতন্ত্র স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।
অনুষ্ঠানে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সূচনাকারী তৎকালীন ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।