খেলাধুলা

আগামীকাল বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল

আগামীকাল মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। প্রথমবারের মতো শিরোপার স্বাদ নিতে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। লর্ডসে, দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

নতুন বিশ্বচ্যাম্পিয়ন দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। দল দুটি এর আগে ফাইনালের মঞ্চে পৌছালেও ছোঁয়া হয়নি সেরাদের সেরা ট্রফিটি। এবার আর সুযোগ হাতছাড়া করতে চায় না কোন দল। নিজেদের সেরা প্রস্তুতি নিয়েই ব্ল্যাক ক্যাপদের হারানোর পরিকল্পনা করছে ইংলিশরা। আর নিউজিল্যান্ড নিচ্ছে নির্ভার থাকার কৌশল। তার আগে, লিগ পর্বের পাশাপাশি সেমিফাইনালেও দুর্দান্ত পারফর্ম করেছে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। শেষ চারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনাল এসেছে ইংলিশরা। অপর সেমিতে শক্তিশালী ভারতকে হারিয়ে শিরোপা মঞ্চে ওঠে কিউইরা। জয়ের ধারা অব্যাহত রাখার পাশাপাশি অপরিবর্তিত একাদশ নিয়ে, শিরোপা উৎসবের পরিকল্পনা করছে দু’দল।

Back to top button