আগামীকাল থেকে বিশ্বকাপের শেষ আটের লড়াই
রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোর লড়াই শেষ। ১৬টি দল থেকে বিদায় নিয়েছে আটটি দল। আর বাকি আটটি দল এবার মুখোমুখি হবে শেষ আটের লড়াইয়ে। ৬ এবং ৭ জুলাই বিশ্বকাপের চারটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।
প্রি-কোয়ার্টার থেকে বিদায় নিয়েছে মেসির আর্জেন্টিনা, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল, ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবং ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানী।
শেষ আটের লড়াইয়ে আছে ফ্রান্স, ব্রাজিল, বেলজিয়াম এবং ইংল্যান্ড। সবাইকে চমকে দিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে আয়োজক রাশিয়া। ফ্রান্সের মুখোমুখি উরুগুয়ে, ব্রাজিলের সামনে বেলজিয়াম। শেষ আটের লড়াইয়ে কে কবে কোথায় কার মুখোমুখি হচ্ছে জেনে নিন-
কোয়ার্টার ফাইনালের সূচি
৬ জুলাই, রাত ৮টা, ফ্রান্স-উরুগুয়ে, নিঝনি নভগোরদ স্টেডিয়াম
৬ জুলাই, রাত ১২টা, ব্রাজিল-বেলজিয়াম, কাজান এরেনা
৭ জুলাই, রাত ৮টা, সুইডেন-ইংল্যান্ড, সামারা এরেনা
৭ জুলাই, রাত ১২টা, রাশিয়া-ক্রোয়েশিয়া, ফিশ্ট স্টেডিয়াম।