জাতীয়

আগামীকাল আদিবাসীদের মানবাধিকার রিপোর্ট ২০১৭ প্রকাশ করতে যাচ্ছে কাপেং ফাউন্ডেশন

আগামীকাল ‘বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার প্রতিবেদন-২০১৭’ প্রকাশ করবে কাপেং ফাউন্ডেশন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ উপলক্ষে ডেইলি স্টার অফিসের তৌফিক আজিজ খান সেমিনার হলে এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই প্রতিবেদন প্রকাশে কাপেং ফাউন্ডেশনকে সহযোগিতা করছে বেসরকারি সংস্থা অক্সফাম।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় সকাল ১০ টায় শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানবাধিকার কর্মী এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল। এছাড়া প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের সদস্য ও এমপি ঊষাতন তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাদেকা হালিম, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অধ্যাপক বাঞ্ছিতা চাকমা, অক্সফামের প্রোগ্রাম ডিরেক্টর এমবি আখতার ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কাপেং ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন।

Back to top button