খেলাধুলা

অস্ট্রেলিয়াকে ২০ রানে হারালো বাংলাদেশ

এগার বছরের অপেক্ষার অবসান হলো, ঐহিতাসিক এক জয় দিয়ে। ঢাকা টেস্টে টাইগাররা অস্ট্রেলিয়াকে হারালো ২০ রানে। বাংলাদেশের ২৬৫ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয় ২৪৪ রানে।

টেস্টে অজিদের বিপক্ষে এটা প্রথম জয় বাংলাদেশের। মাঠে উপস্থিত থেকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাইগারদের জয়ের নায়ক সাকিব আল হাসান। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার ১০ উইকেটের সবক’টিই নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। সাকিবের ৫টি ছাড়া তাইজুল ৩টি এবং মিরাজ ২ উইকেট নেন। এর ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট ৪ সেপ্টেম্বর শুরু চট্টগ্রামে।

Back to top button