শিল্প ও সংস্কৃতি
অস্কারের সেরা ছবি ‘দ্য শেইপ অব ওয়াটার’

এবার ৯০ তম অস্কারে ১৩টি বিভাগে মনোনয়ন পেয়ে শীর্ষে ছিল ‘দ্য শেইপ অব ওয়াটার’ । গুয়ের্মো দেল তোরো পরিচালিত ছবিটি পেল সেরা ছবির সম্মান।
অরিজিন্যাল স্কোর, প্রোডাকশন ডিজাইন, সেরা পরিচালকসহ ‘দ্য শেইপ অব ওয়াটার’ ছবিটিই শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ৯০তম অস্কার অ্যাওয়ার্ড জয় করলো ।
এবার এই প্রতিযোগিতায় অন্য যে চলচ্চিত্রগুলি মনোনয়ন পেয়েছিল, ‘কল মি বাই ইয়োর নেইম’, ‘ডার্কেস্ট আওয়ার’, ‘ডানকার্ক’, ‘গেট আউট’, ‘লেডি বার্ড’, ‘ফ্যান্টম থ্রেড’, ‘দ্য পোস্ট’এবং ‘থ্রি বিলবোর্ডস আউট সাইড ইবিং, মিসৌরি’।
সকলকে পিছনে ফেলে কল্পবিজ্ঞানধর্মী প্রেমের এই ছবি জয় করলো বিশ্বচলচ্চিত্রের সেরা সম্মান ।
তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪.কম