আন্তর্জাতিক

অর্থনীতিতে নোবেল পেলেন রিচার্ড থ্যালার

বাংলাদেশ সময় সোমবার বিকেলে নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করেছে বলে সিএনএনের খবরে বলা হয়।

আচরণগত অর্থনীতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। মার্কিন এ অর্থনীতিবিদ আচরণগত অর্থনীতি প্রতিষ্ঠাতাদের একজন। তিনি ইউনিভার্সিটি অব শিকাগো বুথের অধ্যাপক, বিশ্বব্যাপী বেস্ট সেলার বই ‘নুডস’ এর সহলেখক।

এ পুরস্কারের জন্য আর্থিক মূল্য হিসেবে রিচার্ড এইচ থ্যালার ৯০ মিলিয়ন সুইডিশ ক্রোনা (১১ হাজার মার্কিন ডলার) পাবেন। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৯ কোটি টাকার বেশি।

গত বছর ‘চুক্তিতত্ত্ব’ এর উপর গবেষণায় বিশেষ অবদান রাখায় অর্থনীতিতে নোবেল বিজয়ী হয়েছেন দুই অধ্যাপক। তারা হলেন- ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক অলিভার হার্ট ও ফিনল্যান্ডের বেঙ্কট হলস্ট্রম।

হলস্ট্রম ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) ও অলিভার হার্ট যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটিতে অর্থনীতি বিষয় পড়ান।

গত ২ অক্টোবর (সোমবার) চিকিৎসায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। এ সপ্তাহে অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণার মধ্যদিয়ে চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণার পর্ব শেষ হলো।

Back to top button