শিল্প ও সংস্কৃতি
অবশেষে হচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব
অবশেষে আয়োজিত হতে যাচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। ধানমন্ডির আবাহনী মাঠে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু।
তিনি বলেন, আগামী সাতদিনের মধ্যেই একটি সংবাদ সম্মেলন ডাকবে বেঙ্গল ফাউন্ডেশন। সেখানেই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
তিনি আরও জানান, বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে এবার উপমহাদেশের যেসব শিল্পীদের আসার কথা ছিল, তাদের অধিকাংশই অসছেন।
এ বছর ২৩ নভেম্বর থেকে বনানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল ফাউন্ডেশনের উচ্চাঙ্গসংগীত উৎসবের ষষ্ঠ আসরটি আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু বেঙ্গল ফাউন্ডেশন জানিয়েছিলো, সেনা ক্রীড়া সংস্থার অনুমতি না মেলায় আয়োজনটি এ বছর করা হচ্ছে না।