আঞ্চলিক সংবাদ

অনিল মারান্ডী আদিবাসীদের জন্য একটি প্রতিষ্ঠান ছিলেনঃ স্মরণ সভায় বক্তারা

অনিল মারান্ডী ছিলেন আদিবাসী তথা নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামের একনিষ্ঠ সৈনিক। তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার আদায়ে যে আন্দোলন করে গেছেন তার মধ্য দিয়েই স্মরণীয় হয়ে থাকবেন যুগ যুগান্তর। তার স্বপ্ন বাস্তবায়ন করতে আদিবাসীদের নয় দফা দাবি আদায়ের আন্দোলন জোরদার করতে হবে। অনিল মারান্ডী শুধুই ব্যক্তি নন, তিনি আদিবাসীদের একটি প্রতিষ্ঠান।

গত ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার বিকাল ৩.০০টায় কাকনহাট পৌরসভা মিলনায়তনে আয়োজিত জাতীয় আদিবাসী পরিষদ-এর প্রতিষ্ঠাতা সভাপতি অনিল মারান্ডী’র প্রয়াণে স্মরণ সভায় একথা বলেন বক্তারা। স্মরণ সভার আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন। জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য বিভূতী ভূষণ মাহাতো’র সঞ্চালনায় স্মরণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাকনহাট পৌরসভার মেয়র জনাব মোঃ আব্দুল মজিদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বাসদ নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, প্রয়াত অনিল মারান্ডীর স্ত্রী আগস্টিনা মুর্মু, ছোট বোন তেরেজা মারান্ডী, অবঃ জেলা সমবায় কর্মকর্তা সূর্য্য হেমব্রম, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক গনেশ মার্ডি, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, গোদাগাড়ী উপজেলার সাবেক সভাপতি নন্দলাল টুডু, সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, সমাজসেবক আনোয়ার হোসেন, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান।

এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সুধির তিরকী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক টুনু পাহান, নাচোল উপজেলা সভাপতি বিধান সিং, মহাদেবপুর উপজেলা সাধারণ সম্পাদক জগেশ উরাও, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য রাজকুমার শাও, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নবদ্বীপ লাকড়া, রাজশাহী জেলা যুগ্ম আহ্বায়ক হুরেন মুর্মু, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, মান্দা উপজেলার সভাপতি প্রশান্ত পাহান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Back to top button