অধ্যাপক মংচিংনু চৌধুরীর অবস্থা সংকটাপন্ন

বান্দরবানের প্রবীন অধ্যাপক মং চিং নু চৌধুরীকে সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম থেকে বান্দরবানের বাড়িতে ফিরিয়ে আনা হচ্ছে। দীর্ঘদিন রোগে ভুগে তাঁর ব্রেনের একটা বড় অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা জানান, এ অবস্থায় বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীন। আজ ২৩ অক্টোবর সোমবার সকাল সাড়ে নয়টায় তাঁর পারিবারিক সূত্র এই খবর নিশ্চিত করেছে।
তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত রবিবার তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। শারিরীক অবস্থা উন্নতিযোগ্য না হওয়ায় চিকিৎসকরা তাঁকে বাড়িতে ফিরিয়ে নেবার পরামর্শ দেন। মং চিং নু চৌধুরীর ছেলে সাংবাদিকদের জানান, তাঁরা সকাল ৯ টার দিকে চট্টগ্রাম থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাঁর বাবাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
অধ্যাপক মং চিং নু চৌধুরী তাঁর সর্বশেষ কর্মজীবনে বান্দরবান সরকারি কলেজের ইতিহাস বিষয়ে অধ্যাপনা করেন। তাঁর স্ত্রী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উ নু প্রু। এক ছেলে ও এক মেয়ের দু’জনেই চিকিৎসক। মং চিং নু চৌধুরীর বয়স হয়েছে ৭৯ বছর।