আঞ্চলিক সংবাদ
সিলেটে তিনজন গারো আদিবাসীকে কুপিয়ে জখম

সিলেট মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাহেবটিলায় আনুমানিক সকাল ১১ টায় গারো আদিবাসীর উপর দুষ্কৃতিকারীদের হামলা। হামলায় আহত হয়েছে মলয় রংদি, ওমর মানখিন ও প্রত্যুশ আসাক্রা। জুমে কাজ করার সময় এই হামলা চালানো হয়। স্থানীয়রা বলছেন যে ঐ হামলা পরিকল্পিত ভাবে পূর্ব প্রস্তুতি নিয়ে ওৎ পেতে থাকা ১০/১২ জন দুষ্কৃতিকারীরা আদিবাসীদের উপর হামলা চালায়।
এতে তিনজন গুরুতর আহত হয় এবং পরে তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
স্থানীয়রা বলছেন যে, এসময় দুষ্কৃতিকারীরা পান চুরি করেই ক্ষান্ত হয়নি পানের গাছও কেটে দিয়েছে। হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে একজনের পায়ের রগ কেটে দিয়েছে, আরেকজনের হাতের আঙ্গুল ভেঙ্গে দিয়েছে এবং আরেকজনের কপালে দা দিয়ে কুপিয়ে জখম করেছে।
এই হামলা কে বা কারা করেছে এই খবর পাওয়া পর্যন্ত কিছু জানা যায়নি।