আঞ্চলিক সংবাদ

মিঠুন চাকমা হত্যাঃ ৪ দিন পর মামলা করলো পুলিশ

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা মিঠুন চাকমা হত্যার ৪ দিন পর মামলা করেছে পুলিশ। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা ও সংগঠক মিঠুন চাকমাকে হত্যার অভিযোগে ৭/৮ ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে এ মামলা করা হয়।

শনিবার রাতে এসআই একে এম মিজানুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কেউ মামলা না করায় ন্যায় বিচারের স্বার্থে পুলিশ মামলাটি করেছে।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি দুপুরে খাগড়াছড়ি শহরের সুইস গেইট এলাকায় ইউপিডিএফ এর সংগঠন মিঠুন চাকমাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। ইউপিডিএফ এই হত্যাকান্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করছে।

Back to top button