ভেনিজুয়েলার আভ্যন্তরীন বিষয়ে মার্কিন হস্তক্ষেপের তীব্র নিন্দা
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি এক বিবৃতিতে ভেনিজুয়েলায় আভ্যন্তরীণ ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো প্রকাশ্য ও নগ্ন হস্তক্ষেপকে তীব্র নিন্দা করেছেন। বিবৃতিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যসহ বিভিন্ন পশ্চিমা দেশ আন্তজার্তিক রীতি নীতি তোয়াক্কা না করে ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরো সরকারকে উৎখাত করার জন্য প্রকাশ্যে স্বঘোষিত রাষ্ট্রপতি গুয়াইদোকে স্বীকৃতি দিয়ে, ভেনিজুয়েলার রাষ্ট্রায়ত্ব তেল কোম্পানীর উপর বিধিনিষেধ আরোপ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অবস্থিত ব্যাংকে ভেনিজুয়েলার বৈদেশিক মুদ্রা তহবিল বন্ধ করার পদক্ষেপ নিয়ে ভেনিজুয়েলার অর্থনীতিকে ধ্বংশ করে বর্তমান জনমুখী সমাজতান্ত্রিক সরকারকে উৎখাত করার পাঁয়তারা করছে। বিবৃতিতে বলা হয়, দীর্ঘকাল ধরেই ভেনিজুয়েলার তেলসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদের উপর নিজেদের আধিপত্য কায়েম করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশগুলো ভেনিজুয়েলার নির্বাচিত মাদুরো সরকারের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাপ প্রয়োগ করছে। বিবৃতিতে বলা হয়, ভেনিজুয়েলার উপর মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলির এই হস্তক্ষেপ আসলে সা¤্রাজ্যবাদের নয়া উদারনীতির স্বার্থে দেশে দেশে তাদের নগ্ন আগ্রাসনের আংশবিশেষ। বিবৃতিতে প্রেসিডেন্ট মাদুরোর নেতৃত্বে ভেনিজুয়েলার জনগণের সাম্্রাজ্যবাদ বিরোধী ভূমিকার জোর সমর্থন জানানো হয় এবং বিশে^র শান্তিকামী সকল শক্তিকে সা¤্রাজ্যবাদের এই নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান রাখা হয়।