জাতীয়

বাজার সিন্ডিকেট ভাঙ্গা ও ন্যায্যমূল্যে পূর্ণরেশনিং ব্যবস্থা চালুর দাবী ওয়াকার্স পার্টি

আইপিনিউজ ডেক্স(ঢাকা): “চাল, ডাল, তেল, নুন সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবী করেছেন বাংলাদেশের ওয়াকার্স পার্টি। এতে ব্যর্থ হলে জনগণের অসন্তোষের অণলে আপনাদের পুড়তে হবে বলে হুশিয়ারী দিয়েছে সংগঠনটি। আমলা, মুৎসুদ্দি চক্র বেষ্টিত বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব ।
আজ ওয়ার্কার্স পার্টির দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রতিরোধ সপ্তাহের সমাপনি দিনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি একথা বলেন।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত যে বাংলাদেশ এবং এই বাংলাদেশের যে সংবিধান লেখা হয়েছিল তার মূল বিষয় ছিল এ দেশ হবে সাধারণ জনগণের। এখন সেই সংবিধান পাল্টে দেশটা হয়েছে লুটেরা, দুর্নীতিবাজ ও দুর্বৃত্তদের। এখন সময় এসেছে অবস্থার পরিবর্তনের।
ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলিটব্যুরোর সদস্য কামরূল আহসান, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, কেন্দ্রীয় সদস্য আমিরুল হক আমিন, মোস্তফা আলমগীর রতন, শাহানা ফেরদৌসী লাকী। সমাবেশ সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায়।
সভাপতির বক্তব্যে আনিসুর রহমান মল্লিক বলেন, মানুষকে স্বস্তি দিতে এক কোটি নয়, পাঁচকোটি মানুষকে ন্যায্য মূল্যে পূর্ণরেশনিং ব্যবস্থার আত্ততায় আনতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন, নূর হোসেন চত্বর ঘুরে পার্টির তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

Back to top button