করোনা সংকটে আদিবাসীদের জন্য পৃথক প্রণোদনার দাবিতে আদিবাসী যুব পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

“করোনা মহামারীতে আদিবাসীদের জীবন-জীবিকার সংগ্রাম” প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২০ পালন উপলক্ষে ১২ আগস্ট বুধবার বিকাল ৩:৩০ টায় আদিবাসী যুব পরিষদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আদিবাসী কালচারাল একাডেমীতে এই কর্মসূচি পালিত হয়৷
আদিবাসী যুব পরিষদ পত্নীতলা উপজেলার আহ্বায়ক পরেশ টুডু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন পাহান, সদস্য উত্তম মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সহ-সাংগঠনিক সম্পাদক দিলীপ পাহান, পোরশা উপজেলার সাবেক সভাপতি আইচন পাহান, পত্নীতলা উপজেলার সদস্য বিথী পাহান প্রমূখ৷
সংহতি বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলার বিশিষ্ট সাংবাদিক দিলীপ চৌহান, পত্নীতলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আহ্বায়ক যতিন টপ্য, ডাসকোর কো-অর্ডিনেটর জাহিদ আলী, ব্রতীর প্রকল্প সমন্বয়কারী মো: বাবর আলী, কর্মসূচি সহায়ক জয়নব আকতার, হেমন্ত পাহান প্রমূখ।
বক্তারা বলেন, ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, ভূমি রক্ষার জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন সহ ৯ দফা দাবিতে আন্দোলন- সংগ্রাম অব্যাহত রয়েছে৷
আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সরকারি চাকরিতে আদিবাসী কোটা পূনর্বহাল, পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন, আদিবাসী বিষয়ক মন্ত্রণালয় সহ আদিবাসীদের ৯ দফা দাবি বাস্তবায়ন করতে হবে৷ করোনার এই সংকটে আদিবাসীদের জন্য পৃথক প্রণোদনার ব্যবস্থা করতে হবে।