খুলনায় এক আদিবাসী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
আইপিনিউজ ডেক্স(ঢাকা): খুলনার কয়রা উপজেলার নলপাড়া গ্রামের এক আদিবাসী নারী (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ এসেছে। ধর্ষণের শিকার নারীকে কয়রা থানা পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন বলে জানা গেছে।
কয়রা থানার ওসি রবিউল হোসেন সংবাদ মাধ্যমকে জানান, রোববার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার নলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সোহরাব আলী শেখ বলেন, ওই নারীর স্বামী ইটভাটায় কাজ করেন। কাজের সুবাদে তাকে বাড়ির বাইরে থাকতে হয়। দুর্বৃত্তরা বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়েছে।
কয়রা থানার পুলিশ ওই নারীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন। এ ঘটনায় সোমবার (১৮ এপ্রিল) দুপুরে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম আলী সোমবার বেলা সাড়ে ৩টার দিকে সাংবাদিকদের বলেন, গণধর্ষণের ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুপুরে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। সার্কেল এসপি আসার পর যাছাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।