রেম্রাচাই ও জব্বারের অপসারণের দাবিতে সোমবার অবরোধ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগে ৮ লক্ষ টাকা করে ঘুষ নিয়ে অযোগ্য প্রার্থীদের চাকুরী দেয়ার প্রতিবাদে পরিষদ সদস্য রেম্রাচাই চৌধুরী ও এম এ জব্বারের অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টায় খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মাঈন উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন।
লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ইউপিডিএফ সন্ত্রাসীদের হাতে নিহত উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি চিংসামং চৌধুরীর স্ত্রীকে চাকুরী দেয়ার প্রতিশ্রুতি উপেক্ষা করে এম এ জব্বার ৮ লক্ষ টাকা করে নিয়ে বিএনপি নেতা এনামুল হকের আত্মীয়সহ একাধিক বিএনপি নেতাকর্মীর আত্মীয় স্বজনদের চাকুরী দিয়েছেন। আরেক সদস্য রেম্রাচাই চৌধুরীও অর্থের বিনিময়ে ইউপিডিএফ নেতার বোনকে চাকুরী দিয়েছেন এবং অনেকের কাছ থেকে টাকা নিয়েও চাকুরী দেননি। দুর্নীতিগ্রস্ত এসব সদস্যদের জেলা পরিষদ থেকে অপসারণের দাবিতে আগামী সোমবার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি অংশে অর্ধবেলা সড়ক অবরোধের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে। এদের অপসারণ না করা পর্যন্ত জেলা আওয়ামীলীগের সকল কর্মসূচী বর্জনেরও ঘোষণা দেন উপজেলার নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আলম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বাবুল, বাটনাতলী ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মোহন, উপজেলা মহিলা লীগ সভাপতি নুর নাহার বেগম এবং ছাত্রলীগ সভাপতি আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।