ওয়ানগালায় গারো গানে মাতলো ঢাকাঃ আজ মূল পর্বের আনুষ্ঠানিকতা

প্রথমবারের মতন তিনদিনব্যাপী ওয়ানগালা আয়োজন করেছে ঢাকা ওয়ানগালা। আজ ওয়ানগালার মূল পর্বের আনুষ্ঠানিকতা। এর আগে গতকাল সন্ধ্যায় গারো গানে ঢাকা মাতিয়েছে গারো ব্যান্ড দলগুলো। বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে ঢাকা ওয়ানগালা উৎসবের কনসার্ট শুরু হয়।
ওয়ানগালার আয়োজনে আচিক কনসার্টে দেশের আদিবাসীদের জনপ্রিয় ব্যান্ড মাদল, দেশের প্রথম নারী ব্যান্ড দল এফ মাইনর, রে রে, সাক্রামেন্ট, জুমাং, আচিক ব্লুজ, ব্লিডিং ফর সারভাইভাল মঞ্চ মাতিয়ে তুলেন।
ঢাকা ওয়ানগালা এই কনসার্ট প্রথমবারের মতন আয়োজন করলো।
উৎসবটি উদ্বোধন করেন ঢাকা ওয়ানগালা (ফার্মগেট) নকমা আলেক্সিউস চিছাম। এসময় উপস্থিত ছিলেন লেখক ও গবেষক থিওফিল নকরেক, মৃগেন হাগিদক, কলামিষ্ট ও সংস্কৃতিকর্মী সঞ্জীব দ্রং, নিপুন সাংমা, উপসচিব হেমন্ত হেনরী কুবি, সাবেক নকমা পবিত্র মান্দা, ঢাকা ওয়ানগালা (কালাচাঁদপুর) নকমা শুভজিৎ সাংমা প্রমুখ।
নকমা আলেক্সিউস চিছামের নেতৃত্বে ২৬টি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ওয়ানগালার শুভ উদ্বোধন করা হয়। এসময় সাবেক নকমারাও উপস্থিত ছিলেন। তারপর আবার শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশ কয়েকটি গারো নাচ পরিবেশিত হয়। পরে ব্যান্ড দলগুলো গান পরিবেশন করেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টনি সিএইচ সাংমা।