আদিবাসী দিবস উপলক্ষ্যে চবি’তে মানববন্ধন অনুষ্ঠিত
আইপিনিউজ ডেক্স(ঢাকা): গতকাল ৯ আগস্ট ২০২৪ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি ক্যাম্পাসের জিরো পয়েন্টে সকাল ১১ ঘটিকায় শুরু হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি প্রত্যয় নাফাক, চবি সংসদের সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমেদ প্রমুখ। মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সুভাষ চাকমার সঞ্চালনার সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক অন্বেষ চাকমা।
ইফাজ উদ্দিন বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর মৌলিক অধিকার আজ না থাকার ফলে তাদের জাতীয় অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। এজন্য পাহাড় ও সমতলের আদিবাসীদের সমস্যাকে সরকার যদি যথাযথভাবে বিবেচনায় এনে সমাধানের মধ্য দিয়ে এদেশের পঞ্চাশের অধিক আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতিসহ তাদের মৌলিক অধিকার বাস্তবায়নের উদ্যোগ নেই তবেই আমি মনে করি আদিবাসীরাও এই স্বাধীন দেশের স্বাধীনতার স্বাদ পেতে সক্ষম হবে।
প্রত্যয় নাফাক বলেন, দেশের পরিস্থিতি এমন এক পর্যায়ে গেছে যে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর মৌলিক অধিকার ক্ষুন্ন হচ্ছে ক্রমশ। দেশজুড়ে যে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার চর্চা রয়েছে তা আদিবাসীদের বাস্তবতার দিকে তাকালে আমরা উপলব্ধি করতে পারি। দেশের ক্ষমতায় যে সরকারই আসুক সে সরকারকে আদিবাসীদের মৌলিক অধিকারের প্রতি বিশ্বাস রাখতে হবে। দেশের আদিবাসীদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তাদের জীবনের নিরাপত্তা, ভূমি অধিকারসহ মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন জরুরি বলে আমি মনে করি এবং একইসাথে সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানাচ্ছি।
অন্বেষ চাকমা বলেন, বিশ্বব্যাপী আদিবাসী জনগোষ্ঠীর স্বকীয়তা ও তাদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অধিকারকে স্বীকার করে বিভিন্ন দেশে আদিবাসী দিবস পালন হয়ে আসছে। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী দীর্ঘ সময়ের রাজনৈতিক বাস্তবতায় আদিবাসীরা দিনদিন প্রান্তিকতার শিকার হচ্ছে। আদিবাসীদের মৌলিক অধিকারের প্রশ্নে আমরা দেখেছি কোন সরকারই আদিবাসী বান্ধব ছিলনা। এমন পরিস্থিতিতে আদিবাসীদের অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছে, তারা ভূমি হারা হয়ে দেশান্তরি কিংবা নিজ দেশে পরবাসী হতে বাধ্য হচ্ছে। এজন্য যে সরকারই ক্ষমতায় আসুক আদিবাসীদের প্রতি দৃষ্টিভঙ্গি সহনশীল হতে হবে। একইসাথে মৌলিক অধিকার বাস্তবায়নে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নে পার্বত্য চুক্তি যথাযথ ও দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে। পরে সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে জায়োজিত মানববন্ধনের সমাপ্তি ঘটে।